Select Page

মার্চের একই দিনে তায়েবা ও দিবা

মার্চের একই দিনে তায়েবা ও দিবা

নতুন বছরের দুই মাস কেটে গেলেও জমজমাট কোনো ছবি মুক্তি পায়নি। পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের না হলেও মার্চে মানসম্মত সিনেমার খরা খানিকটা কাটবে বলে আশা করা যাচ্ছে। এ মাসে মুক্তি পাবে ঢাকা-কলকাতার আলোচিত নায়িকা জয়া আহসান ও ঢাকার বারবি গার্ল পরী মনির নতুন ছবি। দুই ছবিই মুক্তি পাবে ১৯ মার্চ।

এর মধ্যে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’র মূল নারী জয়া। তাকে দেখা যাবে তায়েবা চরিত্রে।

সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান।

মুক্তি যুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অলাতচক্র’। উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

এ দিকে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ‘-এ দিবা চরিত্রে আছেন পরী মনি। ছবিতে তার চরিত্রের নাম দিবা। কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, জাকিয়া বারী মম ও শ্যামল মাওলা। শুরুতে জানা যায় ১৭ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) পরিচালক তৌকীর আহমেদ নিশ্চিত করেছেন ১৭ নয়, ১৯ মার্চ মুক্তি পাবে ‘স্ফুলিঙ্গ’।

তবে ১৭ই মার্চ রাখা হয়েছে সিনেমাটির বিশেষ একটি প্রদর্শনী। আর সাধারণ দর্শক হলে বসে সিনেমাটি দেখতে পারবে ঠিক দুই দিন বাদে।

তৌকীর আহমেদ বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে, তাই এর বিশেষ উদ্বোধনী প্রদর্শনীও আয়োজন করছি বঙ্গবন্ধুর জন্মদিন অর্থাৎ ১৭ মার্চে। কিন্তু হলে মুক্তি পাবে ১৯ মার্চ (শুক্রবার) ছুটির দিনে।’

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। আরও অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

এ ছাড়া মার্চে মুক্তি পেতে পারে নাজিম শাহরিয়ার জয়ের ‘প্রিয় কমলা’। অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।


মন্তব্য করুন