Select Page

মার্চে আসতে পারে দেশের প্রথম থ্রিডি ছবি

মার্চে আসতে পারে দেশের প্রথম থ্রিডি ছবি

বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। শুটিং শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পাওয়া ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায়।

সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান। এটি নির্মিত হয়েছে আহমদ ছফা রচিত একই নামের বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে।

উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল

‘অলাতচক্র’ মুক্তি প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা হাবিবুর রহমান জানান, আগামী মার্চ মাস আমাদের টার্গেট। করোনাসহ সার্বিক পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। হয়তো মার্চে না হলেও খুব অল্প সময় এদিক সেদিক হতে পারে, তবে এরমধ্যেই আমরা সব চূড়ান্ত করবো।

নির্মাতা জানান, প্রমোশনের জন্য নিজেরা প্রস্তুত হচ্ছেন। মার্চে মুক্তির বিষয়টি চূড়ান্ত হলে ফেব্রুয়ারি থেকেই ছবিটির প্রচারণা শুরু করবেন। ধাপে ধাপে আসবে পোস্টার, টিজার ও ট্রেলার।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।


মন্তব্য করুন