Select Page

মার্চে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’

মার্চে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’

# সেন্সরে জমা পড়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’
# সিনেমাটির অন্যতম প্রযোজক আব্দুল আজিজ জানালেন, মার্চে মুক্তি পেতে পারে

সম্প্রতি সেন্সর বোর্ডে গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’। বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আইকে জানান, বুধবারে ‘শনিবারের বিকেল’ সেন্সরে প্রদর্শিত হওয়ার কথা। সব ঠিক থাকলে এদিনই সেন্সর ছাড়পত্র পেতে পারে ছবিটি।

ছবি মুক্তির বিষয়ে ফারুকী বলেন, ছবির সব কাজ আগেই শেষ হয়েছে। বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখও চূড়ান্ত করা হবে। তবে বড় পর্দায় মুক্তির বিষয়টি দেখছে জাজ মাল্টিমিডিয়া।

ছবির অন্যতম প্রযোজক জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, মার্চ মাসেই ‘শনিবারের বিকেল’ মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তার আগে সেন্সর হলে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো। আশা করছি এ সপ্তাহে সেন্সর হবে।

তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবারের বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।


মন্তব্য করুন