Select Page

মার্চ জুড়ে নানান স্বাদের সিনেমা

মার্চ জুড়ে নানান স্বাদের সিনেমা

মার্চ মাসে একগুচ্ছ ছবি আসছে সিনেমা হলে। এর মধ্যে যেমন শাকিব খানের মূলধারার সিনেমার রয়েছে, তেমনি আলোচনায় থাকা ভিন্নধারার নির্মাণও রয়েছে।

প্রযোজক সমিতির বরাত দিয়ে প্রথম আলো জানায়, ৬ মার্চ মুক্তির তালিকায় আছে বঙ্গবন্ধুর বিশেষ একটি বাণীর উপর ভিত্তি করে নির্মিত মাসুমা রহমানের ‘চল যাই’ ও বি এইচ নিশানের ‘নারীর শক্তি’ ছবি দুটি। অবশ্য ছবি দুটি মুক্তি না-ও পেতে পারে।

একই দিন মুক্তি পাবে বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত ও পাওলি দাম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘হলুদ বনি’ এবং শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’ ছবি দুটি। ‘হলুদ বনি’ ছবিটির পরিচালক তাহের শিপন ও মুকুল রায় চৌধুরী এবং ‘শাহেনশাহ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি।

১৩ মার্চ মুক্তির তালিকায় ছিল অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। কিন্তু আগের সপ্তাহে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া পিছিয়ে গেছে। ২০ মার্চও মুক্তি পেতে পারে। এদিন আরও মুক্তি পাবে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’।

সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিটি মুক্তির তালিকায় আছে ২০ মার্চ, তৃতীয় সপ্তাহে। চতুর্থ সপ্তাহে ২৭ মার্চ মুক্তির তালিকায় আছে ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’ ও কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ ছবি দুটি। ‘নীল মুকুট’ ছবির পরিচালক জানান, ২৭ মার্চ ‘নীল মুকুট’ মুক্তি দেবেন।


মন্তব্য করুন