Select Page

মাল্টার ‘নীলিমা’ এবার লন্ডনে

মাল্টার ‘নীলিমা’ এবার লন্ডনে

ইফতেখার চৌধুরীর ‘নীলিমা’ শুটিং ফ্লোরে গড়ায় ২০১৫ সালে ডিসেম্বরে। ইউরোপের দেশ মালটায় টানা অর্ধেক শুটিং হয়। এরপর  ২০১৭ সালে ‘নীলিমা’র টাইটেল গান প্রকাশ পায় ইউটিউবে। ববি-সাঞ্জু জন অভিনীত ও ইমরানের গাওয়া গানটি সে সময় বেশ আলোচিত হয়।

ছবির বাকি অংশ এখনো শেষ হয়নি।’নীলিমা’ নিয়ে কোনো আলোচনা শোনা যায়নি আর। এখন বলা হচ্ছে, বাকি কাজ হবে শিগগিরই।

নায়িকা ববি জানালেন, অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। জানুয়ারিতে লন্ডনে হবে বাকি অংশের শুটিং।

তিনি কালের কণ্ঠ বলেন, ‘লন্ডনে শুটিংয়ের জন্য কাগজপত্র প্রস্তুত করছেন প্রযোজক। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। ছবির গল্প এবং নির্মাণ আয়োজন অসাধারণ, এই ছবি নিয়ে দর্শকের সামনে হাজির না হতে পারলে আফসোস থেকে যেত। আগামী বছরের এপ্রিল কিংবা মে মাসে ছবিটি মুক্তি পাবে, আশা করছি।’

‘নীলিমা’য় আরো অভিনয় করেছেন ভারত ও মালটার কয়েকজন অভিনয়শিল্পী।

ওই সময় বলা হয়, ‘মাল্টা’র সংগীত পরিচালনা করছেন আরমান মালিক। আর নৃত্য পরিচালনা করছেন আদিল শেখ। এতে তিন ভাষায় সংলাপ থাকবে। এগুলো হলো ইংরেজি, বাংলা, আর স্থানীয় মাল্টা ভাষায়। এ ছবিটির ৯০ ভাগ শুটিংই হবে মাল্টায়।

অবশ্যই একই সময়ে ‘মাল্টা’ নামের আরেকটি ছবির শুটিংয়ের খবর দেন ইফতেখার ও ববি। সেই ছবিও কোনো খবর নেই।

এদিকে আরও জানা যায়, লন্ডনে একাধিক সিনেমার শুটিং করতে পারেন ইফতেখার।


মন্তব্য করুন