Select Page

মাল্টিপ্লেক্সে চারদিনে ‘রাজকুমার’-এর ৬৬ দিনের আয়কে ছাড়িয়ে গেল ‘তুফান’

মাল্টিপ্লেক্সে চারদিনে ‘রাজকুমার’-এর ৬৬ দিনের আয়কে ছাড়িয়ে গেল ‘তুফান’

রায়হান রাফীর এর আগের দুই ঈদ রিলিজ (পরাণ ও সুড়ঙ্গ) বড়সড় প্রতিদ্বন্দ্বী পেলেও এবার প্রায় খালি মাঠেই খেলছেন। আগেভাগেই ‘তুফান’-এর সামনে থেকে সরে গেছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা। আর সিনেমা হলে চলছে এখন একক তাণ্ডব*।

বাংলাদেশে বক্স অফিস চালু থাকায় সিনেমার ব্যবসা সম্পর্কে প্রযোজকদের কথার ওপর নির্ভর করতে হয়। তবে মাঝে মাঝে বাড়াবাড়ি রকম অঙ্ক বলে তারা হাসির পাত্রও হন। তবে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইট ট্র্যাক করে কিছুটা তথ্য পাওয়া যাচ্ছে আজকাল। তেমন তথ্য প্রকাশ করে থাকে বাংলা মুভি রিভিউ (বিএমআর)।

ফেসবুকভিত্তিক এ ট্রেড অ্যানালিস্ট থেকে জানা যায়, মাল্টিপ্লেক্সে একক দিনে গ্রস আয়ের ক্ষেত্রে শাহরুখ খানের ‘জাওয়ান’কে ছাড়িয়ে গেছে শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির অষ্টম দিনে ভারতীয় সিনেমাটি আয় করেছিল ৬৩ লাখ ৩১ হাজার টাকা। অন্যদিকে চতুর্থ দিনে ‘তুফান’ আয় করেছে ৭০ লাখ ৩২ হাজার টাকা।

‘তুফান’-এর ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভান স্ক্রিন, গ্র্যান্ড সিলেট ও রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হলগুলো ট্র্যাক করা হয়েছে। তবে বাদ রয়েছে ঢাকার দ্বিতীয় বৃহত্তম মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস। বিএমআর জানায়, এ হলের টিকিট বিক্রির তথ্য ওয়েবসাইট থেকে ট্র্যাক করা যায় না।

‘রাজকুমার’ সিনেমার দৃশ্য

বিএমআরের তথ্য থেকে জানা যায়, মাল্টিপ্লেক্সে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে দ্বিগুণের বেশি ব্যবসা করেছে ‘তুফান’। প্রথম দিনের ২৯ লাখ ৬১ হাজারের বিপরীতে আয় করেছে ৬১ লাখ ৩৭ হাজার টাকা। এরপর এখনো সে অঙ্ক বাড়ছে। তৃতীয় ও চতুর্থদিনে আয় করেছে যথাক্রমে ৬৬ লাখ ৭১ হাজার ও ৭০ লাখ ৩০ হাজার টাকা। সব কিছু চারদিনে মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে শাকিব খানের এর আগের ছবি ‘রাজকুমার’ পুরো লাইফটাইমে অর্থাৎ ৬৬ দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে আগামী দিনে আরো লণ্ডভণ্ডের সাক্ষি হতে যাচ্ছে রায়হান রাফীর এ ছবি।

এদিকে সিঙ্গেল স্ক্রিনেও চলছে ‘তুফান’ ঝড়। এরই মধ্যে শো নিয়ে ব্যতিক্রমী কিছু কাণ্ড ঘটেছে। ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে রাত সাড়ে ১২টা অনুষ্ঠিত হচ্ছে স্পেশাল শো। এছাড়া সিলেট মুভি থিয়েটারে রাত ১১টায় শো রাখা হয়েছে।

মাল্টিপ্লেক্স আজ শুরু হওয়া সপ্তাহে ঈদের দিনের চেয়েও শো থাকছে ‘তুফান’ সিনেমার। স্টার সিনেপ্লেক্সের সাত আউটলেট জুড়ে থাকছে দৈনিক ৫২টি শো। সিলভার স্ক্রিনে সপ্তাহজুড়ে মোট ৩৭টি শো। লায়ন সিনেমাসে প্রতিদিন ১০টি ও ব্লাস্টার সিনেমাসে পেয়েছে ১৭টি করে শো।

*সবগুলো তথ্য তৃতীয় পক্ষ থেকে সরবরাহ করা


মন্তব্য করুন