Select Page

মাল্টিপ্লেক্সে রেকর্ড শো, সিঙ্গেল স্ক্রিনে অতিরিক্ত শো, টিকিটের হাহাকার

মাল্টিপ্লেক্সে রেকর্ড শো, সিঙ্গেল স্ক্রিনে অতিরিক্ত শো, টিকিটের হাহাকার

# মাল্টিপ্লেক্সে ১০টি করে শো
# শ্যামিলী হলে চালু ১০টা শো, কয়েকটি হলে স্পেশাল শো
# মাল্টিপ্লেক্সে কয়েকদিনের টিকিট শেষ
# তবে কিছু হলে দিনের টিকিট দিনে দেওয়া হচ্ছে
# দেখে নিন কয়েকটি হলের শো টাইম

প্রথম সপ্তাহে ২৮ হলে মুক্তি পেলেও টিকিট বুকিং ও শো সংখ্যায় দারুণ অবস্থানে আছেন অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। ঢাকার দুই মাল্টিপ্লেক্সে পেয়েছে ১০টির মতো শো। শ্যামিলী সিনেমা হলে প্রথমবারের মতো চালু হয়েছে ১০টার শো। এছাড়া কয়েকটি হলে রয়েছে স্পেশাল শো।

ইতোমধ্যে এ তিনটি প্রেক্ষাগৃহের কয়েকদিনের বেশির ভাগ বুকড হয়ে গেছে। তবে বলাকাসহ কিছু হলে শুধু শো-দিনই টিকিট পাওয়া যাবে।

সিনেমাটিতে মিসির আলি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সহ-প্রযোজনার পাশাপাশি রানু চরিত্র করেছেন জয়া আহসান।

এবার দেখে নিন কয়েকটি হলেন শো টাইম-

ব্লক বাস্টার সিনেমা,যমুনা ফিউচার পার্ক  : ১১:৩০, ১:৪৫, ৪:০০, ৬:১৫, ৮:৩০, ১২:০০, ১২:৩০, ৫:০০, ২:৩০, ৭:০০
স্টার সিনেপ্লেক্স১০:৪০, ১০:৫০, ১২:৫৫, ১:১৫, ৩:১০, ১:৪৫, ৫:২৫, ৬:১৫, ৭:৪০, ৮:৪০
শ্যামলী, ঢাকা ১০:০০, ১২:০০, ২:৪০, ৫:৩০, ৮:০০
বলাকা সিনেওয়ার্ল্ড, ঢাকা – ১০:৩০, ১২:৩০, ৩:৩০, ৬:৩০
মধুমিতা, ঢাকা ১২:০০, ৩:০০, ৬:০০, ৯:০০ (শুক্রবার সকাল ১০:০০ স্পেশাল শো)
চিত্রামহল, ঢাকা ১:০০, ৩:৩০, ৬:৩০, ৯:৩০ (শুক্র-শনি সকাল ১০:৩০ স্পেশাল শো)
আলমাস, চট্টগ্রাম– ৯:৩০, ১২:৩০, ৩:৩০, ৬:৩০, ৯:৩০

এছাড়া : পূনম, ঢাকা। সিলভার স্ক্রিন , চট্টগ্রাম। চম্পাকলি, টঙ্গী। বর্ষা, জয়দেবপুর। সেনা, সাভার। মণিহার, যশোর। রূপকথা, পাবনা।  ছায়াবানী, ময়মনসিংহ। নন্দিতা, সিলেট। অভিরুচি, বরিশাল। নিউ মেট্রো, নারায়ণগঞ্জ। শঙ্খ, খুলনা।  লিবার্টি, খুলনা। সনিয়া, বগুড়া। মম-ইন, বগুড়া। গ্যারিসন, কুমিল্লা ক্যান্ট। মর্ডান, দিনাজপুর। মানসী, কিশোরগঞ্জ। হীরামন, নেত্রকোনা। পূর্বাশা, শান্তাহার। সত্যবতী, শেরপুর।

 

 


মন্তব্য করুন