Select Page

মাল্টিপ্লেক্সে ‘হাওয়া’র ১৪ কোটি টাকার টিকিট বিক্রির দাবি

মাল্টিপ্লেক্সে ‘হাওয়া’র ১৪ কোটি টাকার টিকিট বিক্রির দাবি

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ আড়াই মাস ধরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলছে। এখনো উল্লেখযোগ্য সংখ্যক শো পাচ্ছে। খবরে এসেছে এই সব প্রেক্ষাগৃহে এরই মধ্যে ১৪ কোটিরও বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে।

মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সে, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্রগ্রামের সিলভার স্ক্রিন। এই ৪ মাল্টিপ্লেক্সের বিপণন কর্মকর্তারা নাম প্রকাশ করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান বলে উল্লেখ করা হয়। তবে নির্দিষ্ট করে কোনো হলে কত টাকা আয় হয়েছে তা বলা হয়নি ওই খবরে।

এর আগে ‘পরাণ’ সিনেমার ১৫ কোটি টাকার টিকিট হয়েছে বলে জানান পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, মাল্টিপ্লেক্সগুলো ১০ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি ছিল স্টার সিনেপ্লেক্সে।

ওই সময় অভি জানান, এই ১৫ কোটি টাকা থেকে প্রযোজকের পকেটে যাবে ৩ কোটি টাকার মতো। বিষয়টি নিয়ে বেশ হইচইও হয়।

কিন্তু ‘হাওয়া’ সম্পর্কে ১৪ কোটি টাকা দাবির পেছনে কোন মাল্টিপ্লেক্সে কত আয় হয়েছে তা বলা হয়নি। দেয়া হয়নি বিস্তারিত কোনো তথ্য। এ ছাড়া ‘পরাণ’-এর আয় সম্পর্কিত খবর পরিচালক রায়হান রাফী শেয়ার করলেও প্রযোজক বলেছেন, এখনো তাদের কাছে সম্পর্ক হিসাব আসেনি।

এর আগে ‘হাওয়া’র উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো জানায়, সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪ কোটি টাকার বেশি আয় করেছে।


মন্তব্য করুন