Select Page

‘চলচ্চিত্র শিল্প জাতীয়করণ নীতিমালা ১৯৭১’ প্রকাশিত

‘চলচ্চিত্র শিল্প জাতীয়করণ নীতিমালা ১৯৭১’ প্রকাশিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রকাশ হলো বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক দুর্লভ একটি দলিল। মীর শামছুল আলম বাবুর সম্পাদনায় ‘চলচ্চিত্র শিল্প জাতীয়করণ নীতিমালা ১৯৭১’ বাজারে এনেছে মধুপোক।

এ প্রসঙ্গে চলচ্চিত্র গবেষক ও আলোকচিত্র শিল্পী বাবু ফেইসবুক পোস্টে বুধবার বলেন, “১৯৭১-এ মুক্তিযুদ্ধকালে কোলকাতায় যাওয়া ‘চলচ্চিত্র শিল্পী ও কুশলী’রা সংগঠিত হয়ে অন্য অনেক কাজের সাথে ভবিষ্যৎ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প কীভাবে চলবে এ জন্য একটা জাতীয়করণ নীতিমালা করেছিলেন। সেটা সরকারের কাছে জমাও দিয়েছিলেন— তবে অনেক কিছু জাতীয়করণ হলেও চলচ্চিত্র সেই পরিকল্পনায় আগায়নি।”

আরও বলেন, “১৯৭১ সালে জহির রায়হান, আলমগীর কবির, সৈয়দ হাসান ইমামদের প্রণীত এদেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম নীতিমালাটি অনেকের মতে হারিয়ে গিয়েছিল— দুর্লভ এই দলিলটির পান্ডুলিপি অনেকদিন ধরেই আমার সংগ্রহে ছিল। আজ তা সকলের জন্য উন্মুক্ত হল।”

এ দলিল প্রসঙ্গে বইটির শেষ প্রচ্ছদে বলা হচ্ছে, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পরিকল্পিত চলচ্চিত্র শিল্প জাতীয়করণ নীতিমালা ও দেশের সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহাসিক দলিল— মুক্তিকামী জনসাধারণের স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। হারিয়ে যাওয়া সেই স্বপ্নদলিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথমবারের মত প্রকাশিত হল।”

বইটি পরিবেশনায় রয়েছে আগামী প্রকাশনী। দেবব্রত মুখোপাধ্যায়ের চিত্রকর্ম অবলম্বনে প্রচ্ছদ করেছেন মো. আজাদ পাটওয়ারী। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।


মন্তব্য করুন