Select Page

কবে আসছে চরকি?

কবে আসছে চরকি?

প্রথম আলো পত্রিকার একই মালিকাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি যাত্রা করছে ৩ জুন। ৮ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে খবরটি জানায় চরকি। সঙ্গে প্রকাশিত ভিডিওতে তাদের প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় থাকা কনটেন্টগুলোর একঝলক দেখা যায়।

ওই ভিডিওতে দেখা গেছে, প্ল্যাটফর্মটি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্ট, জনপ্রিয় পুরোনো সিনেমা–নাটক ও গানের ভিডিওসহ আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট থাকছে।

ভিডিওটির মধ্য দিয়ে প্রকাশিত হয় সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, মাহিয়া মাহি, অর্ণব, মিথিলা, প্রীতম হাসান, ইরেশ যাকের, শবনম ফারিয়া, নাজিফা তুশি, অর্ষার মতো শিল্পীদের অপ্রকাশিত লুক। পরে ভিডিওতেও সব তারকাকে দেখা যায় সেই বিশেষ লুকে।

উদ্বোধনের দিন ঘোষণা উপলক্ষে প্রথম আলোকে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম ১২ মাসে ১২টি অরিজিনাল সিনেমা, ওয়েব সিরিজসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট আনব। ৩ জুন থেকে বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক ওয়েবসাইট, মোবাইল ও টিভি অ্যাপ থেকে সেগুলো উপভোগ করতে পারবেন।’

এর আগে জানা গেছে, চরকি নির্মাণ করছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’, আদনান আল রাজীবের অরিজিনাল ফিল্ম ‘ইউটিউমার’, অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ও আবরার আতহারের মিউজিক্যাল অরিজিনাল ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’।

রেদওয়ান রনি জানান, শিগগরিই জানা যাবে বাকি কনটেন্টগুলোর খবর।


মন্তব্য করুন