Select Page

‘মাসুদ রানা’ নির্মাণে অগ্রগতি

‘মাসুদ রানা’ নির্মাণে অগ্রগতি

১৯৬০-৯০ দশকের বাংলাদেশের অনেকেই বড় হয়েছে মাসুদ রানা পড়ে। এখনো নতুন মাসুদ রানার প্রথম সংস্করণ ২০ হাজার কপি ছাপা হয়। সেই চরিত্র নিয়ে সিনেমা বানানোর অনুমতি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া

সম্প্রতি ‘মাসুদ রানা’র সাথে যুক্ত হলো বহুজাতিক পণ্য ব্র্যান্ড ইউনিলিভার। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাজ ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

এর আগেও সিরিজটি নিয়ে সিনেমা হয়েছে। এ প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, “মাসুদ পারভেজ ভাই (সোহেল রানা) মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে, ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র তৈরি করেন। আর ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে । এর পর আর মাসুদ রানা হয়নি। মূলত কাজীদা কাউকে মাসুদ রানা বানানোর জন্য রাইট দেয় না, কারণ কেউ নাকি ঠিক মত রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজের শুরুতেই একটা বইয়ের রাইটের জন্য যোগাযোগ করা হলে, উনি রাইট দেয়নি ।

তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিক মত মাসুদ রানা বানাতে পারবে। এই জন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছে ৫ বছরের জন্য।”

বইগুলো হলো— ধ্বংস পাহাড়, ভারতনাট্যম ও স্বর্ণমৃগ। জাজ এই ৩টি সিনেমা বানাবে ৫ বছরের মধ্যেই। প্রথম সিনেমার নাম ‘মাসুদ রানা’ (ধ্বংস পাহাড়)। যার প্রাথমিক বাজেট ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে । শুটিং শুরু হচ্ছে ২০১৯ সালের জানুয়ারি থেকে। এখন চলছে চিত্রনাট্য তৈরি ও লোকেশন খোঁজার কাজ।

তবে এ সিনেমার গল্প খানিকটা বদলে যাচ্ছে। এ প্রসঙ্গে আজিজ বলেন, “ধ্বংস পাহাড়’ রচনা করেছিলেন ১৯৬৫ সালে। তখনকার আন্তর্জাতিক রাজনীতি ও প্রেক্ষাপট এখন থেকে ভিন্ন। তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল আর ভারতকে শত্রু দেখান হয়েছে। ভারত পাগল বৈজ্ঞানিক কবির চৌধুরী সাথে মিলে, কাপ্তাই বাঁধ উড়িয়ে দিবে, যেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট কাপ্তাই বাঁধে আসবেন। সেই বাঁধের সাথে প্রেসিডেন্টও ভেসে যাবে। কিন্তু এখন তো ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এখন তারা এটা করবে না। এছাড়া পরিবর্তন হয়েছে। অনেক টেকনিকাল দিক। তাই কাজীদার অনুমতি নিয়ে পূর্বের গল্পের প্লট ঠিক রেখে, আমরা নতুন করে গল্পের বিন্যাস করছি। আমরা শুটিং করবো দেশে-বিদেশে।”

এখন কথা হচ্ছে কে হবে মাসুদ রানা? যাকে নেবো, তাকে আগামী ৩টি মাসুদ রানা সিরিজের জন্য নেওয়া হবে, সেই অনুযায়ী চুক্তি করা হবে। আজিজ বলেন, ‘কে হবে মাসুদ রানা, তা খুব শীঘ্রই আপনাদের জানানো হবে।’


মন্তব্য করুন