‘মাসুদ রানা’ বানাচ্ছেন হলিউডের এই পরিচালক
কে হচ্ছেন “মাসুদ রানার” পরিচালক?
জাজ বরাবরের মতো এই বিষয়টিকেও নিউজ বানিয়ে ফেলেছে। বাজেট কখনো ৫ কোটিতো কখনো ৫০। যাই হোক, এবার সবচেয়ে বড় নিউজ হলো ছবিটার পরিচালক পূর্বঘোষিত বাবা যাদব, রাজা চন্দ, রাজ কিংবা জয়দিপের কেউই হচ্ছেন না, নতুন চমক হলো পরিচালক উড়িয়ে আনছেন সদূর আমেরিকা থেকে। কিন্তু নাম না বলে চমক রাখছেন। অনেকেই ধারণা করতেও শুরু করে দিয়েছেন। উঠে এসেছে “ওয়াহিদ ইবনে রেজার” নাম। তবে তিনি করছেন না এটা শিওর। বরং সবার মতো আমিও একটা গেস করেছি এবং এটাই সত্যি হবার সম্ভবনা প্রবল।
.
প্রথমেই বলে রাখি এটা একটা ধারণামাত্র, তবে সত্যি হবার সম্ভবনা প্রবল।
“মাসুদ রানার” পরিচালক হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং হলিউডে কমার্শিয়াল এবং ক্রিটিক্যালি ডিজাস্টার ফিল্মের নির্মাতা “আসিফ আকবর”।
প্রথমে আসি জাজের সাথে তার যোগসূত্রের কারণ। জাজের “পোড়ামন টু” এর কান উৎসবে ফেরীওয়ালা , যাকে দিয়ে জাজের পেজে শতাব্দীর সেরা ট্র্যাজেডি মুভি “পোড়ামন টু” দেখে কান্নার দৃশ্য শ্যুট করানো হয়েছে সেই ফ্রাঙ্ক মোরার XVIII ENTERTAINMENT LLC ছিলো কানে পোড়ামন টু এর ডিস্ট্রিবিউটর। আর সেই প্রতিষ্ঠানের ম্যানেজার হলেন এই কৃতি নির্মাতা “আসিফ আকবর”।
প্রথমত “বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক” এই কথার সাথে মিলে গেলো।
তারপর আসি ” তিনি হলিউডে সায়েন্স ফিকশন ঘরানাসহ তিনটি সিনেমা নির্মাণ করেছেন”। হ্যাঁ, এই মহান পরিচালকের আইএমডিবি প্রোফাইলে তিনটে ছবির পরিচালক হিসেবে নাম আছে। সেই বিশ্বখ্যাত তিনটি মুভি হলো – Smoke Filled Lungs (2016), Top Priority: The Terror Within (2012), Astro (2018)। এর মধ্যে আবদুল আজিজের ভাষ্যের সাথে আরো মিলে সায়েন্স ফিকশন Astro (2018) এর নাম।
এবার আসুন দেখি এই মহান হলিউডি পরিচালক আসলে পরিচালক হিসেবে কেমন? ওনার Top Priority: The Terror Within (2012) কে রোটেন টমেটোস রেটিং দিয়েছে 33 % ফ্রেশ। আরেক মুভি Smoke Filled Lungs (2016) কে রোটেন টমেটোসের কোন ক্রিটিক হাত দেয়ারই সাহস করেননি।
বাকি রইলো ২০১৮ সালে মুক্তিপাওয়া সাই-ফাই মুভি যেটাকে খুব বড় গলায় আবদুল আজিজ মেনশন করেছেন। সেই আবদুল আজিজকে বিমোহিত করা Astro (2018) মুভিকে আইএমডিবি রেটিং দিয়েছে 2.3/10 আর রোটেন টমেটোজ দিয়েছে 20% ফ্রেশ।
আর হ্যাঁ, “তাঁর ঝুলিতে পুরস্কারও আছে” এটাও মিথ্যে নয় , আইএমডিবি খুঁজে “International Filmmaker Festival of World Cinema ” নামে একটা অ্যাওয়ার্ডও দেখলাম।
যাই হোক, গণঅর্থায়নে (৫ কোটি হোক আর ৫০ কোটি হোক) মাসুদ রানা দেখার অপেক্ষায় রইলাম । দেখার অপেক্ষায় রইলাম অমিতাভ রেজা এই বিখ্যাত হলিউডি পরিচালকের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কেমন মাসুদ রানা বানান।
…………………………………………..
মাসুদ রানা নিয়ে প্রথম আলোর প্রতিবেদন :
……………………………………………
‘মাসুদ রানা’য় যুক্ত হলেন অমিতাভ
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে সিনেমা হবে। শুরু হয়েছে সেই মাসুদ রানা চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা খুঁজে বের করার প্রক্রিয়া। এ নিয়ে তৈরি করা বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হচ্ছে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে, আলোচনাও হচ্ছে বেশ। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা।
এবার সরাসরি মাসুদ রানা প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন এই নির্মাতা। গতকাল রোববার দুপুরে তথ্য জানালেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ‘প্রথমে তাঁকে (অমিতাভ রেজা) ছবিটি পরিচালনার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তাঁর কথা, এক মিনিটের বিজ্ঞাপন আর একটি সিনেমা বানানো এক কথা নয়। তিনি মাসুদ রানা প্রকল্পের সঙ্গে থাকতে চান। পরে আলোচনার ভিত্তিতে মাসুদ রানার ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্ব পালন করবেন বলে ঠিক হয়েছে। গল্প থেকে শুরু করে সম্পূর্ণ প্রকল্পটি দেখবেন তিনি।’
মাসুদ রানার পরিচালক কে হবেন? এ বিষয়ে শোনা গেল চমক–জাগানিয়া খবর। ঢালিউড কিংবা বলিউড নয়, সোজা হলিউডের তরুণ এক নির্মাতা মাসুদ রানা পরিচালনা করবেন বলে জানালেন আবদুল আজিজ। তিনি বলেন, ‘অমিতাভ রেজা ও আমি বসে হলিউডের এক তরুণ নির্মাতাকে পরিচালক হিসেবে চূড়ান্ত করেছি। তিনি হলিউডে সায়েন্স ফিকশন ঘরানাসহ তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তাঁর ঝুলিতে পুরস্কারও আছে।’ নাম কী তাঁর? এ প্রশ্নে অবশ্য মুখে কুলুপ এঁটে রইলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান।
ক্রিয়েটিভ প্রযোজক বলা হলেও মাসুদ রানা প্রকল্পে আসলে কী ধরনের কাজ করতে হবে, তা এখনো জানেন না অমিতাভ রেজা। তিনি বলেন, ‘আমার সঙ্গে আবদুল আজিজের কথা হয়েছে। এই প্রকল্পে যেকোনো সহযোগিতা করার ইচ্ছা আমার আছে। তবে ক্রিয়েটিভ প্রযোজকের বিষয়টি আমি জানি না। জাজ মাল্টিমিডিয়া এ সময়েও ঝুঁকি নিয়ে বড় বড় বাজেটের সিনেমা নির্মাণ করছে, সে ক্ষেত্রে তাদের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে আমার। তাই তারা সহযোগিতা চাইলে “না” করতে পারি না।’
মাসুদ রানা সিনেমায় হলিউডের নির্মাতা নেওয়ার ব্যাপারে অমিতাভ রেজা বলেন, ‘এই নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁর একটি কাজ আমি দেখেছি। ভালো নির্মাতা।’
মাসুদ রানা সিনেমায় ফাইট ডিরেক্টর, চিত্রগ্রাহকসহ পুরো কারিগরি দল হলিউড থেকে নেওয়া হবে। এ ব্যাপারে অমিতাভ রেজা বলেন, সিনেমার পরিচালকের মাধ্যমে হলিউড থেকে কারিগরি দল নেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। দেখা যাক কী হয়।
আগামী অক্টোবর মাসজুড়ে মাসুদ রানার জন্য অভিনেতা খুঁজে বের করার প্রতিযোগিতা চলবে। অভিনেতা পাওয়া গেলে আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং।