Select Page

মাহিতে শাকিবের আপত্তি!

মাহিতে শাকিবের আপত্তি!

shakib-mahi

বদিউল আলম খোকনের ‘আমার প্রতিজ্ঞা’য় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নভেম্বরে শুটিং। কথা ছিল শাকিবের নায়িকা হবেন মাহিয়া মাহি। কিন্তু হুট করে পরিচালককে সিদ্ধান্ত বদল করতে বললেন শাকিব।

মাহি নয়, বরং নতুন কোনো নায়িকার সঙ্গে ছবিটি করতে চান তিনি। বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন। খোকনও সিদ্ধান্ত বদলানোর কথা ভাবছেন।

এ নির্মাতা কালের কণ্ঠকে বলেন, “শাকিবকে দর্শক এখন নতুন নায়িকার সঙ্গে দেখতে চায়। ‘শিকারি’ই তার প্রমাণ। শাকিব মনে করেন নতুনদের সঙ্গে তাঁর কেমিস্ট্রি ভালো জমে। মাহিকে দুটি ছবিতে চুক্তিবদ্ধ করেছি। প্রয়োজনে এই ছবি দুটি অন্য নায়কদের নিয়ে করব।”

শাকিব অভিনীত পরপর দুই সিনেমায় নায়িকা হয়েছেন শবনম বুবলি। দেখার বিষয় ‘আমার প্রতিজ্ঞা’র শিঁকেটি তার জন্য অপেক্ষা করছে কিনা!


মন্তব্য করুন