মাহি, জলির পর বিপাশা
কলকাতার নায়ক ওম। ‘অগ্নি ২’ সিনেমার কল্যাণে বাংলাদেশে বেশ পরিচিত। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন মাহি। বর্তমানে অভিনয় করছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’ চলচ্চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটির নায়িকা নবাগত জলি। এবার তার বিপরীতে দেখা যাবে আইটেম কন্যা বিপাশা কবিরের বিপরীতে।
এর আগে কয়েকটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বিপাশা। তবে মুক্তি পেয়েছে মাত্র একটি। তার কোনোটাই বড় পরিসরে ছিল না। বছরের প্রথম দিকে বিপাশার জন্মদিনের উপহার হিসেবে ‘তালাশ-দ্য ক্রাইসিস’ সিনেমার নায়িকা চরিত্রটি উপহার দেন জাজের আব্দুল আজিজ। কিন্তু অপেক্ষা করছিল একরাশ হতাশা।
সিনেমাটি নির্মাণ করার কথা সৈকত নাসিরের। বিপাশার বিপরীতে বাপ্পী ও এবিএম সুমনের কাজ করার কথা ছিল। এর কিছুদিন পর শোনা যায় বাপ্পী এ সিনেমায় থাকছেন না। সম্প্রতি তার চরিত্রে ওমকে ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানান আব্দুল আজিজ ও সৈকত নাসির।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি‘তালাশ-দ্য ক্রাইসিস’।