Select Page

মাহি-তায়েবের ‘অন্ধকার জীবন’ শুরু

মাহি-তায়েবের ‘অন্ধকার জীবন’ শুরু

অবশেষে মাহিয়া মাহিকে নিয়ে ডি এ তায়েবের নতুন ছবির শুটিং শুরু হলো। ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ নামের ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। রোববার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আজ মঙ্গলবার উত্তরায় তৃতীয় দিনের শুটিং চলছে। এর মধ্য সিনেমার কিছু সিকুয়েন্স শুটিং হয়েছে এফডিসিতেও। খবর জাগো নিউজ।

মঙ্গলবার দুপুরে বদিউল আলম খোকন বলেন,‘তিন দিন থেকে ছবিটির শুটিং করছি। ডি এ তায়েব, মাহি ও গুলশান আরা পপি শুটিংয়ে অংশ নিচ্ছেন আজ। মাহির মায়ের চরিত্রে অভিনয় করছেন গুলশান আরা।’

প্রথমবারের মতো জুটি হলেন ডিএ তায়েব ও মাহি। এটি ডি এ তায়েব অভিনীত দ্বিতীয় ছবি। ছবিটির নাম ও অভিনেত্রী দুটোই পরিবর্তন করা হয়েছে। কয়েক মাস আগে ‘কাঙাল’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন ডিএ তায়েব। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। পরে অপু সে ছবি থেকে সরে দাঁড়ান। কাঙাল ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ আর ছবিটির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন মাহি।


মন্তব্য করুন