Select Page

মাহি-সাইমনের দ্বিতীয় ইনিংস

মাহি-সাইমনের দ্বিতীয় ইনিংস

আবারো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘পোড়ামন’ জুটি সাইমনমাহি। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপতলীর কাজল’ সিনেমার জন্য সুনামগঞ্জের তাহিরপুরে তারা শুটিং করছেন।

শনিবার শুরুর কথা থাকলেও একদিন পর রোববার ‌‘গোলাপতলীর কাজল’র ক্যামেরা ওপেন হলো।

সিনেমাটিতে মাহির চরিত্রের নাম মায়া। সাইমনকে দেখা যাবে মানসিক সমস্যাগ্রস্ত তরুণের ভূমিকায়, অন্যদিকে আসিফ নূর বিদেশ ফেরত চিকিৎসক।

‘গোলাপতলীর কাজল’-এ দেখা যাবে, সাইমনের বাবা-মা এলাকার প্রভাবশালী ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তারা মারা যান, মাথায় আঘাত লেগে মানসিক রোগীতে পরিণত হন সাইমন। মাহির বাবা-মা থাকেন তাদের কেয়ারটেকার। তারাই সাইমনকে দেখাশোনা করেন। পরবর্তীতে আসিফ ডাক্তার হয়ে আসার পর সাইমনকে ভালো করার মিশনে নামেন। সেখানে শুরু মাহি-আসিফের ঘনিষ্ঠতা।

২০১৩ সালে মুক্তি পায় মাহি-সাইমন জুটির প্রথম ছবি ‘পোড়ামন’। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটি ব্যবসা সফল হলেও তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

‘গোলাপতলীর কাজল’র আগে তারা চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ শিরোনামের সিনেমায়। ওই সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে।


মন্তব্য করুন