Select Page

মা-ভাবী চরিত্রে চম্পা-দিতি

মা-ভাবী চরিত্রে চম্পা-দিতি

Champa-Ditiএকসময় রূপালী পর্দা দখলে রেখেছিলেন চম্পা-মান্না এবং ইলিয়াস কাঞ্চন-দিতি জুটি। কিন্তু সময় পাল্টেছে, বয়সও বেড়েছে, আর মা-ভাবী চরিত্রের দিকে ঝুকতে বাধ্য হচ্ছেন একসময়ের জনপ্রিয় এই দুই নায়িকা।

সম্প্রতি ‘জটিল প্রেম’ চলচ্চিত্রে নায়কের ভাবী চরিত্রে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেছেন চম্পা। খুব শীঘ্রই অনিকেত আলমের পরিচালনায় ‘শেষ নায়ক’ চলচ্চিত্রে আলমগীরের বিপরীতে একইভাবে উপস্থিত হচ্ছেন তিনি। সামনে মুক্তি পাবে চম্পা অভিনীত ‘রূপগাওয়াল’ চলচ্চিত্র।

অন্যদিকে পিএ কাজল পরিচালিত ‘মুক্তি’ চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করছেন দিতি। মুক্তির অপেক্ষায় আছে ‘জোনাকির আলো’।

চম্পা-দিতি দুজনেই  ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করছেন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন