Select Page

মিউজিক্যাল ফিল্মে নাজিফা তুষি

মিউজিক্যাল ফিল্মে নাজিফা তুষি

মিউজিক্যাল ফিল্মে নাজিফা তুষি

রেদওয়ান রনিআইসক্রিম নায়িকা নাজিফা তুষি ওই একটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন। নতুন কোন চলচ্চিত্রের কোন সংবাদও পাওয়া যায় নি। তবে, একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অনলাইনে এটি মুক্তি দেয়া হবে।

মিউজিক্যাল ফিল্মের নাম ‘না’। মুস্তাফি শিমুলের পরিচালনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি।

‘না’-তে তুষির বিপরীতে অভিনয় করেছেন র‌্যাম্প অঙ্গনের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রকশিল্পী রনি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহ’র ব্যানারে।


Leave a reply