Select Page

মিউজিক ভিডিওতে কতটা সাবলীল তাসকিন? দেখুন…

মিউজিক ভিডিওতে কতটা সাবলীল তাসকিন? দেখুন…

দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান

ছবিটি দেখার পরই নীল চোখের এই যুবকের প্রতি অনেকেরই আগ্রহ জমেছে। তার সেই ভক্তদের জন্য এবার আরও একটি কাজ দেখার সুযোগ এলো। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের গানের ভিডিও। সেখানে মডেল শাহতাজকে নিয়ে হাজির হয়েছেন তাসকিন।

‘ঢাকা অ্যাটাক’-এর ভয়ংকর তাসকিনকে এখানে পাওয়া গেছে পুরোটাই উল্টো চরিত্রে। গানে এসেছেন রোমান্টিক এক যুবক হয়ে। কতটা সাবলীলভাবে রোমান্স করেছেন তিনি— দেখে বিচার করুন।

ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন যৌথভাবে অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজনে ছিলেন অদিত নিজেই।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি গানটি ‘দেখো’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এদিকে তাসকিন রহমান মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমার প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়ে সম্প্রতি ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। এই সিনেমায় তিনি অভিনয় করছেন ভারতের শ্রাবন্তীর বিপরীতে।


মন্তব্য করুন