Select Page

মিলনের গল্পে জলি

মিলনের গল্পে জলি

jolly

নিয়তি’র পর জলির নতুন সিনেমা নিয়ে বেশ চর্চা হয়েছে। নবাগত এ নায়িকা সিনে পর্দায় আবারো ধরা দেবেন কি-না, এ ছিল আলোচনা। অবশেষে সে সংশয় কাটলো।

ভারত-বাংলাদেশে মুক্তি পাওয়া দুটি সিনেমার পর এবার জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের গল্পে দেখা যাবে জলিকে। ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরিচালনা করবেন নাদের চৌধুরী

জানা গেছে, ১০ অক্টোবর ভোলায় ছবিটির শুটিং শুরু হতে পারে। তবে জলির বিপরীতে কে থাকছেন সেটা এখনো জানানো হয়নি।

এর আগে মিলনের গল্পে নাদের নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘লালচর‘।


মন্তব্য করুন