Select Page

‘মিশন এক্সট্রিম’ প্রিমিয়ারে শুভর মন্তব্য নিয়ে সমালোচনা!

‘মিশন এক্সট্রিম’ প্রিমিয়ারে শুভর মন্তব্য নিয়ে সমালোচনা!

বৃহস্পতিবার রাতে রাজধানীর বসন্ধুরা সিটির স্টার সিনেপ্লেক্সে জমকালো প্রিমিয়ার হয় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার। এদিন উপস্থিত ছিলেন ছবির প্রধান তারকা আরিফিন শুভ।

মুক্তির পর সিনেমাটি মিশ্র রিভিউ পায়। পাশাপাশি আলোচনা-সমালোচনায় রয়েছে শুভর মন্তব্য। বিশেষ করে ‘মিশন এক্সট্রিম’ নিয়ে বলতে গিয়ে ‘একাত্তর’কে ‘সেভেন্টি ওয়ান’ ও ‘বায়ান্ন’কে ‘ফিফটি টু’ বলায় অনেকেই নাখোশ।

সে দিন অভিনেতা বলেছিলেন, “যদি আপনি বাংলাদেশি হোন, আপনার যদি সেভেন্টি-ওয়ানের প্রতি কোনো রকমের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা থাকে! আপনি যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন! আপনি যদি ফিফটি-টুর প্রতি কোনো রকমের অনুরাগ থাকে, সেই সেক্রিফাইসের জন্য আপনার বুকের ভেতর যদি কষ্ট থাকে! এবং আপনি যদি একজন বাংলাদেশি হন! এবং গর্ববোধ করেন, তাহলে আপনি মিশন এক্সট্রিম দেখবেন!”

অবশ্য এ নিয়ে শুভ ভক্তদের কোনো অভিযোগ নেই। তারা ছবিটি পছন্দ করেছেন।

এ ছাড়া প্রিমিয়ারে শুভর গেটআপ সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে। তাকে দেখা যায় বায়োপিক ‘বঙ্গবন্ধু’র লুকে। এর আগে নায়ককে নির্মিতব্য ছবির গেটআপে দেখা যায়নি।
বঙ্গবন্ধু রূপে জনসমক্ষে আসা প্রসঙ্গে আরিফিন শুভ’র ব্যাখ্যা, ‘আপনারা জানেন, কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু ছবির শুটিংয়ে আমি খুব ব্যস্ত। আজ এবং আগামীকাল ছুটি পেয়েছি। তাই এভাবে চলে আসা। শুটিং স্পট থেকে সরাসরি এখানে এসেছি।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, সৈয়দ নাজমুস সাকিব, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।


Leave a reply