Select Page

বছরের সবচেয়ে স্মার্ট পোস্টার দেখালো ‘মিশন এক্সট্রিম’

বছরের সবচেয়ে স্মার্ট পোস্টার দেখালো ‘মিশন এক্সট্রিম’

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। ছবিটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। শনিবার বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম পোস্টার অবমুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ‌‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্টলুকটি। বলতে বাধা নেই বছরের শেষে হালের সবচেয়ে স্মার্ট পোস্টারটি পেল ঢালিউড।ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

অনুষ্ঠানে সানী সানোয়ার বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। তাই আগামী বছর রোজার ঈদে এটি আসছে। আশা করছি, এটা বছরের সেরা ধামাকা হবে।’

‘মিশন এক্সট্রিম’-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, আরেফ সৈয়দ, মনোজ প্রামাণিক, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ.শফিকুল ইসলাম- বিপিএম (বার) পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম(বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সৈয়দ নাজমুস সাকিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনি হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।


মন্তব্য করুন