Select Page

মিষ্টি জান্নাতের নামে সিনেমা!

মিষ্টি জান্নাতের নামে সিনেমা!

মাত্র দুই সিনেমা মুক্তি পেয়েছে মিষ্টি জান্নাতের। তাও বেশ আগের খবর। এরপর থেকে একের পর এক যৌথ প্রযোজনার ঘোষণা দিয়ে যাচ্ছেন তিনি। এবার জানালেন ‘মিষ্টি জান্নাত’ নামের নতুন সিনেমার খবর।

মিষ্টি জানান, যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। তবে এখনো নায়ক ঠিক হয়নি। পরিচালক হিসেবে থাকছেন তার অন্য কয়েকটি সিনেমার পরিচালক সজল আহমেদ।

এদিকে সম্প্রতি ভোজপুরি ভাষায় নির্মিতব্য ‘রংবাজ খিলাড়ি’ নামের সিনেমার শুটিং করে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরলেন মিষ্টি।


মন্তব্য করুন