Select Page

‘মিসির আলী’ লুকে নাটকে চঞ্চল!

‘মিসির আলী’ লুকে নাটকে চঞ্চল!

বড়পর্দায় ‘মিসির আলী’ লুকে চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে বেশ আলোচনা হয়েছে কিছুদিন আগেও। কিন্তু কড়া গোপনীয়তার কারণে ফাঁস হয়নি এ অভিনেতার ছবি। অতিসম্প্রতি তাকে দাড়িশোভিত অবস্থায় কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এ দাড়ি ‘দেবী’র জন্য। এবার একই গেটআপে অভিনয় করলেন নাটকে।

এরই মধ্যে শেষ হয়েছে ‘দেবী’র প্রথম ধাপের শুটিং। দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার ফাঁকে অভিনয় করলেন একটি নাটকে। নাটকটির নির্মাতা একই সিনেমারই আরেক অভিনেতা অনিমেষ আইচ। শুক্র ও শনিবার ‘বিষ ফুল’ নামে এই নাটকের শুটিং হলো পুবাইলে। চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

নাটকে অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘দেবীর শুটিং থেকে দুই-তিন দিনের বিরতি পেয়েছিলাম। এই ফাঁকে নাটকের শুটিং করলাম। মাঝে দুদিন দুটি ধারাবাহিকের শুটিং করেছি।’

জানা গেছে, অনম বিশ্বাস পরিচালিত দেবী ছবির মিসির আলীর চরিত্রের সাজসজ্জা আপাতত প্রকাশ করতে মানা। এ কারণে নাটকের অভিনয়ের বেলায় খুব সতর্ক থেকেছেন চঞ্চল। কথা বললেন সে প্রসঙ্গেও, দর্শকদের জন্য এটা একটা চমক। সবকিছুরই তো একটা পরিকল্পনা থাকে। চলচ্চিত্রটির প্রযোজক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই সেভাবেই এগোচ্ছেন।

‘দেবী’র শুটিং শেষ করে ঈদের নাটক নিয়ে ব্যস্ত হবেন এ অভিনেতা, এমনটাই জানালেন তিনি।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন