Select Page

মীম-ইমন জুটি

মীম-ইমন জুটি

2013-01-16-16-46-04-50f6d94c58c85-untitled-3মীম ও ইমন দুজনেই ছোট পর্দা থেকে চলচ্চিত্রে এসেছেন। ইমন ছোট পর্দা থেকে গুটিয়ে নিজেকে নিলেও মীম এখনো কাজ করে যাচ্ছিলেন। এবার তিনিও ছোট পর্দায় কজ কমিয়ে দিচ্ছেন। দুজনের জুটি জুটি বেধে কাজ করছেন দুটো ছবিতে। হাতে আছে আরো একটি ছবি।

দুটি ছবির শুটিং-ডাবিং তো প্রায় শেষ করে ফেলেছেন। ছবিগুলো হলো খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকির আলো’ ও তন্ময় তানসেনের পরিচালনায় ‘পদ্মপাতার জল’। ‘জোনাকির আলো’ ও ‘পদ্ম পাতার জল’ ছবি দুটি আসছে নতুন বছরে মুক্তি পাবে।

শুটিং বাকি রয়েছে রিপন মিয়ার পরিচালনায় ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’। ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ ছবির শুটিং আবার কয়েক দিনের মধ্যেই শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রিপন মিয়া।

ইমনের সাথে জুটি বাধা নিয়ে মীম বলেন, প্রথমত আমি যে কারও সঙ্গে জুটি হয়ে ফিল্মে অভিনয় করবো না। তাই নির্মাতাদের পছন্দে ইমনের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছি। ছবিতে অভিনয়ে আমাদের রসায়নও বেশ ভাল।

দেখা যাক চলচ্চিত্রের নতুন এই জুটি কতদূর যেতে পারে।

সূত্র: মানবজমিন

 


মন্তব্য করুন