মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে ‘বিশ্বসুন্দরী’
টেলিভিশনের নামি নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ নিয়ে ঢালিউড দর্শকদের আগ্রহে তুঙ্গে। ৬ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও একটি গান ও দুটি পোস্টার ছাড়া কোনো প্রচারণা উপকরণ প্রকাশ হয়নি।
ছবিটি মুক্তি নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল তখন জানা গেল, দর্শকদের সামনের যাওয়ার জন্য একধাপ এগিয়ে গেছে।
বিএমডিবিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোমবার ছাড়পত্রের জন্য বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা পড়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সুখবর পাবেন নির্মাতা।
এ দিকে শোনা যাচ্ছে, পরিবর্তিত তারিখ হিসেবে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘বিশ্বসুন্দরী’। তা সম্ভব না হলেও চলতি মাসেই মুক্তি দিতে নির্মাতারা বদ্ধ পরিকর।
এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম ও পরী মনি। ইতিমধ্যে প্রকাশিত পোস্টারে তাদের রসায়ন পছন্দ করেছেন দর্শক। এতে আরো অভিনয় করেছেন চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু প্রমুখ।
‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।