Select Page

মুক্তি পেল মুক্তিযুদ্ধের ২ ছবি

মুক্তি পেল মুক্তিযুদ্ধের ২ ছবি

আজ মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি লন্ডন প্রবাসী বাঙালি পরিচালক মনসুর আলী পরিচালিত ‘৭১-এর সংগ্রাম’ এবং গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘অনুক্রোশ’।

৭১-এর সংগ্রাম চলচ্চিত্রটি গত বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও বিদ্যমান রাজনৈতিক সংকটের কারনে পিছিয়ে যায়। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আমান খান এবং র‌্যাম্প মডেল নায়িকা রুহি। মুসলমান যুবক এবং হিন্দু যুবতীর প্রেমকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতীয় অভিনেতা অনুপম খের অভিনয় করেছেন। ৭১-এর সংগ্রাম চলচ্চিত্রের মাধ্যমেই রুহি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করলেন। যমুনা ফিউচার পার্কের ব্লকাবাস্টার সিনেমাসে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

অন্যদিকে অনুক্রোশ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আই-তে, পাশাপাশি রাজধানীর বলাকা-২ সিনেমাহলেও মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কেরামত মাওলাসহ অনেকেই। একজন রিটায়ার্ড পাকিস্তানি আর্মি অফিসার বাংলাদেশে তার যুদ্ধ শিশুর খোঁজে এসেছেন – এমন গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত। গোলাম মোস্তফা শিমুল এর আগে শতাধিক টিভি নাটক পরিচালনা করেছেন।


মন্তব্য করুন