Select Page

বাংলা চলচ্চিত্রের স্বরূপ সন্ধানে

বাংলা চলচ্চিত্রের স্বরূপ সন্ধানে

53327dad81b40-02--SWARUP-SONDHAN২ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র ‘স্বরূপ সন্ধান’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতি ধারার পরিবর্তনসহ নানা দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। এটি নির্মাণ করছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী। সম্পাদনা করেছেন আবু সুফিয়ান।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত দীর্ঘদিনের নির্মাণ কাজ ও সম্পাদনার পর অবশেষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। চার ঘণ্টা ব্যাপ্তিকালের এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২ এপ্রিল বিকাল ৪টায় উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

স্বরূপ সন্ধান’ চলচ্চিত্রটিতে ইতিহাসক্রম অনুযায়ী উপস্থাপিত এই পর্বগুলো হলো— প্রতিবাদ পর্ব (১৯৫৬-৭০), প্রতিরোধ পর্ব (১৯৭১), আবেগ পর্ব (১৯৭২-৭৫), সম্ভাবনা পর্ব (১৯৭৬-৯৮), স্বপ্নভঙ্গ পর্ব (১৯৯৩-২০০৭) এবং বিনির্মাণ পর্ব (১৯৯৯-২০১১)।

চলচ্চিত্রের নানা দিক নিয়ে পরিচালক সুভাষ দত্তসহ (সম্প্রতি প্রয়াত) আজিজুর রহমান, আমজাদ হোসেন, মশিউদ্দিন শাকের, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, নারগিস আক্তার, কাজী হায়াত্, আবু সায়ীদ, গিয়াস উদ্দিন সেলিম, শামীম আখতার, সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড ও ফৌজিয়া খানসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা আছে এই চলচ্চিত্রে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শিগগিরই সারা দেশে ‘স্বরূপ সন্ধান’-এর প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানিয়েছেন নির্মাতারা।


মন্তব্য করুন