Select Page

মুখোমুখি যখন শাকিব-মাহি

মুখোমুখি যখন শাকিব-মাহি

তারা ঢালিউডের এক নম্বর নায়ক-নায়িকা, কাঙ্ক্ষিত জুটিও। কিন্তু ব্যক্তিত্বের দ্বন্দ্ব এতই প্রবল যে মাত্র একটি সিনেমায় জুটি হয়েছেন। অন্য একটিতে অল্প সময়ের জন্য দেখা যায়। এবারের ঈদুল আজহায় মুখোমুখি হচ্ছেন শাকিব খান ও মাহি।

পাঁচটি সিনেমা মুক্তির কথা থাকলেও ‘মাতাল’ পিছিয়ে গেছে সমঝোতার ভিত্তিতে, অন্যদিকে ব্যবসায়িক কৌশল হিসেবে মাত্র একটি হলে মুক্তি পাচ্ছে ‘বেপোরায়া’। অর্থাৎ, শাকিব-মাহির কাছে ধরাশায়ী হবার নয় জাজ মাল্টিমিডিয়া।

বাকি থাকল শাকিবের ‘ক্যাপ্টেন খান’, মাহির ‘জান্নাত’ ও ‘মনে রেখো’। অর্থাৎ, লড়াই হবে দুই তারকার।

এবার শাকিবের জন্য ব্যতিক্রম ঈদ। আগে একাধিক সিনেমা মুক্তি পেলেও এবার মাত্র একটা। তবে দেড়শ হল দখল করবে অনায়াসে। জমজমাট ব্যবসার নিশ্চয়তা আছে, আবার নকল সিনেমা বা শবনম বুবলিকে নিয়ে এলার্জি আছে অনেকের।

অন্যদিকে মাহি বরাবরই বক্স অফিসের রানী। জান্নাতে তার বিপরীতে সাইমন সাদিক ও মনে রেখোতে কলকাতার বনি সেনগুপ্ত। গল্প আলাদা, মাহির অবতারও আলাদা।

গত ঈদে দেখা গেছে শাকিব রমরমিয়ে ব্যবসা করলেও শেষ হাসি হেসেছে ‘পোড়ামন ২’। মাহির ক্ষেত্রে এমন কিছু কি ঘটবে?


মন্তব্য করুন