Select Page

মৃত্তিকা মায়া’র রেড কার্পেট অনুষ্ঠিত

Red Carpet_Mrittika Maya নিজস্ব প্রতিবেদক: বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল যমুনা কমপ্লেক্সের মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস-এ রবিবার অনুষ্ঠিত হল গাজী রাকায়েত পরিচালিত ছবি ‘মৃত্তিকা মায়া’র রেড কার্পেট অনুষ্ঠান। আগামী ৬ সেপ্টেম্বর ব্লকবাস্টার সিনেমার সাতটি থিয়েটারের উদ্বোধন হচ্ছে। মৃত্তিকা মায়া’র প্রদর্শনীর মাধ্যমে থিয়েটারের প্রথম পর্দা উন্মোচিত হল।

রবিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস প্রাঙ্গনে মৃত্তিকা মায়া’র রেড কার্পেট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম, মৃত্তিকা মায়া’র পরিচালক গাজী রাকায়েত উপস্থিত ছিলেন।

ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমার যাত্রা ইমপ্রেস টেলিফিল্মের ছবির মাধ্যমে শুরু হওয়ায় এই দিনটি ইমপ্রেস টেলিফিল্মের জন্য ইতিহাস হয়ে থাকবে বলে জানান।

Red Carpet_Mrittika Maya_Guestsমৃত্তিকা মায়া’র রেড কার্পেট অনুষ্ঠানের মধ্য দিয়েই ইমপ্রেস টেলিফিল্ম এবং ব্লকবাস্টার সিনেমার একসঙ্গে পথ চলা শুরু হল। উল্লেখ্য, এর আগে একটি দৈনিকের সাথে সাক্ষাতকারে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেছিলেন – ব্লকবাস্টার সিনেমার উৎসব থিয়েটারে সারা বছর শুধু ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে মৃত্তিকা মায়া’র কলাকুশলী এবং চলচ্চিত্রাঙ্গনের খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন