Select Page

মৃত্তিকা মায়া’য় গাইলেন আসাদ

মৃত্তিকা মায়া’য় গাইলেন আসাদ

2013-07-03-17-18-10-51d45cd217e99-untitled-2মুক্তি প্রতীক্ষিত অনুদানের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’য় গান গাইলেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। একই ছবিতে তিনি অভিনয়ও করছেন।

তবে এটা চলচ্চিত্রে প্রথম কন্ঠ দেয়া নয়। এর আগে গেয়েছিলেন ঘুড্ডি ও আয়না বিবির পালা ছবিতে।

গানটি কথা হলো ‘গোয়াইল্লা ডোহার মাটি, সালনি চকের খড়/ কলসি খাদা ধানের ভাটি, চটির চানগাড়িতে ভর’।

‘গোয়াইল্লা ডোহার মাটি’ গানটি লিখেছেন ও সুর করেছেন ছবির পরিচালক গাজী রাকায়েত। অন্য গানগুলোর কথা লিখেছেন মাফরুহা সোহানা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজ আহমেদ শাহিরয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, নিগার সুলতানা ও এ কে আজাদ।

জানা গেছে, এই গানটি পুরো ছবিটি বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে। এখানে তিনি খালি গলায় গাইলেও নতুন করে অডিও’র জন্য রেকর্ড করা হবে। ঈদুল আজহায় এই অডিও অ্যালবাম মুক্তি পাবে।

ছবিটি গত সপ্তাহে অনুদান কমিটি দেখেছে। আগামী সপ্তাহে ছাড়পত্রের জন্য তা সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক আগামী পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দিতে চান।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন