
‘মেগাস্টার’ বিতর্কে জাহিদ হাসান বললেন, শাকিব খানকে ছোট করতে চাননি
ঈদুল আজহার দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ কমছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’-এর মাল্টিপ্লেক্স আয়, এর বিপরীতে ২৬তম দিনেও এগিয়ে যাচ্ছে জাহিদ হাসানের ‘উৎসব’। এমন সুবর্ণ সময়ে টিভির জনপ্রিয় অভিনেতার মন্তব্য ঘিরে ঘটল বিপত্তি। শাকিব খানকে ‘মেগাস্টার’ বলা নিয়ে তার আপত্তি, সেই থেকে সমালোচনার শিকার হয়ে আসছেন তিনি। অবশেষে ‘ভুল বোঝাবুঝি’র অজুহাত দিয়ে জানালেন, শাকিবকে ছোট করতে চাননি।

জাহিদ হাসান বলছিলেন, ‘মেগাস্টার’ শব্দটি কানে লাগে। তিনি অবশ্য শাকিব খানের স্টারডম, ইন্ডাস্ট্রিতে তার অবদানকে বড় করেই দেখছেন। তবে উপাধি ব্যবহারের ক্ষেত্রে খানিকটা বিনয়ী হওয়া উচিত বলে মনে করেন। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
সেদিন লাইভ টক শোতে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটা ব্যবহার করা হয়। অন্যদের বলা হয় শুধু চিত্রনায়ক। এটা কেন হয় বুঝি না। তিনি তো একজন অভিনেতা, বাকিরাও তাই। এই শব্দটা আমার কানে লাগে।’
‘উৎসব’-এর সাফল্য নিয়ে প্রশ্ন করলে জাহিদ হাসান বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে “কোনো কিছু হওয়া বড় কথা না, বড় কথা হলো সেটা হয়ে থাকা।” অনেকগুলো হলে মুক্তি পেলেই সব শেষ হয়ে যায় না। শেষ পর্যন্ত দর্শক টিকিয়ে রাখতে না পারলে, সেটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। যত বিনয়ের সঙ্গে কাজ করা যায়, ততই ভালো।’
এসব কথা পরিপ্রেক্ষিতে কয়েকদিন ধরে বিদ্রূপের শিকার হয়ে আসছিলেন ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার নায়ক। এর জবাবে ‘মেগাস্টার’ শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন বা ভালোভাবে বুঝাতে না পারার কথা জানিয়েছেন জাহিদ হাসান।
আরেকটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে এ অভিনেতা বলেন, আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।
তার স্বীকারোক্তি, ‘এটি ভুল বোঝাবুঝি। আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বুঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে, নিজেই যেহেতু একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা মেরাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেয়ার দরকার আছে।‘
জাহিদ হাসান বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বুঝাতে চেয়ে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে, আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’
এ সময় শাকিব খান ভক্তদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমি তাদের (শাকিব ভক্ত) আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে (আগের মন্তব্য) তারা বা শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’
জাহিদ হাসান বলেন, ‘আমাদের তো (শাকিব খান), আমাদের জিনিস আমাদের করে রাখতে হবে। নিজেরা এ রকম করলে খারাপ, এসব ভালো নয়। সবসময় মাথায় রাখতে হবে, কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না। এই পৃথিবীতে কেউ হয়নি।’
এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মুক্তির সময় শাকিব খানকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আফরান নিশো।