Select Page

‘মেড ইন বাংলাদেশের’ প্রিমিয়ার টরন্টো চলচ্চিত্র উৎসবে

‘মেড ইন বাংলাদেশের’ প্রিমিয়ার টরন্টো চলচ্চিত্র উৎসবে

রুবাইয়াত হোসেন নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।ছবিটি কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৫ সেপ্টেম্বর।

ভয়াবহ এক অগ্নিকাণ্ডের পর ঢাকার এক নারী পোশাক শ্রমিক তার সহকর্মীদের নিয়ে সংগঠিত হয়। ছবিটি সেই গল্প আসবে। নির্মাতা জানান, বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা- মূলত সেটিই উঠে আসবে এই ছবির দৃশ্যে। সঙ্গে থাকবে দৃঢ়চেতা পোশাককর্মীর সংগ্রাম ও সাফল্যের গল্প।

‘মেড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, দীপান্বিতা মার্টিন, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

ছবিটি প্রযোজনা করেছে ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশ। পেয়েছে ফ্রান্স সরকারের সিএনসি ফান্ড, নরওয়ে সরকারের দেওয়া সোরফন্ড প্লাস, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরিমাজ ফান্ড আর ডেনমার্কের ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট ফান্ড। এ ছাড়া লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য জিতে নিয়েছে আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। ছবিটির পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’।

এর আগে মেহেরজান ও আন্ডার কনস্ট্রাকশন সিনেমা দুটি নির্মাণ করে আলোচিত হন রুবাইয়াত।


মন্তব্য করুন