গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি
‘পরবাসিনী‘ মেহজাবিনের প্রথম চলচ্চিত্র কিনা এবার এই বির্তকে এবার মুখ খুললেন ছবিটির পরিচালক স্বপন আহমেদ। তিনি মেহজাবিনকে তার চলচ্চিত্রে গুরুত্বহীন চরিত্রে দেখানোর হুমকি দিলেন।
সম্প্রতি চ্যানেল আইয়ের একগুচ্ছ ‘বুটিক সিনেমা’ নামের ক্যাম্পেইনে মেহজাবিন তার চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে মন্তব্য করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্রই তার জীবনের প্রথম চলচ্চিত্র।
এ বিষয়ে ‘পরবাসিনী’র পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘পরবাসিনী’তে মেহজাবিন অভিনয় করেছে এটা সবারই জানা। তবে আমি নিজেও ওর এ ধরনের আচরণে কষ্ট পেয়েছি। আর এভাবে ভুল ও বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিলে হয়তো আমার ‘পরবাসিনী’ চলচ্চিত্রে দেখা যাবে মেহজাবিন চতুর্থ কোনো অগুরুত্বপূর্ণ চরিত্রের কোনো এলিয়েন হিসেবে। এক পরিচালকের ছবি হাতে নিয়েই অন্য পরিচালকের কাজকে অস্বীকার ও ভ্রান্ত তথ্য দেওয়া, মোটেই শুভকর নয়। আমি এ নিয়ে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতেও একটি লিখিত প্রতিবাদ জানাব’।
সুত্র: দৈনিক ইত্তেফাক