Select Page

মোস্তফা আনোয়ার আর নেই

মোস্তফা আনোয়ার আর নেই

photo-1431503890

চলচ্চিত্র পরিচালক মোস্তফা আনোয়ার (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ মে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বাদ জোহর জামালপুরে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে মা, বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিচালক মোস্তফা আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল জোহরের নামাজের জন্য অজু করতে গিয়ে পড়ে যান। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবারও অজু করতে গেলে আবারও পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রথমে জামালপুরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় উনাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

মোস্তফা আনোয়ার জন্মগ্রহণ করেন জামালপুরে ১৯৪১ মালের ১৯ নভেম্বর। তিনি উচ্চমাধ্যমিক পাস করেই পাকিস্তান সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেন। পরে তিনি কর্মজীবন শুরু করেন জহির রায়হানের সহকারী হিসেবে। এ পর্যন্ত তিনি অনেক ব্যবসাসফল ছবি পরিচালনা করেছেন। ‘ফেরারী’, ‘কাজল লতা’, ‘আঁখি মিলন’, ‘পুষ্প মালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, ‘অবুঝ হ্দয়’, ‘আপন ঘর’, ‘কাশেম মালার প্রেম’, ‘নাগিনী সাপিনী’, ‘অন্ধ প্রেম’, ‘বাংলার মা’, ‘ফাঁসি’, ‘কান্দ কেন মন’, ‘মায়ের কসম’, ‘হ্দয় নিয়ে যুদ্ধ’সহ অসংখ্য ছবির সফল পরিচালক ছিলেন মোস্তফা আনেয়ার।

সূত্র : এনটিভিবিডি


মন্তব্য করুন