Select Page

মোস্তাফিজুর রহমান মানিকের আটকে থাকা দুই ছবির একটির ভাগ্য খুলছে

মোস্তাফিজুর রহমান মানিকের আটকে থাকা দুই ছবির একটির ভাগ্য খুলছে

‘দুই নয়নের আলো’ সিনেমা দিয়ে শুরুতে তারকা পরিচালকের তকমা পেলেও পরবর্তীতে ভাগ্য ততটা সুপ্রসন্ন হয়নি মোস্তাফিজুর রহমান মানিকের। এরপর বেশ কয়েকটি ছবি নির্মাণ করলেও তেমন সমাদর পেলেনি। তবে রাজনৈতিক ও ধর্মীয় ইস্যু নির্ভর ‘জান্নাত’ মনোযোগ কাড়ে মাঝে। এর মাঝে তার দুটি ছবির মুক্তি অনেকদিন ঝুলে ছিল; যার একটি মুক্তি পাচ্ছে চলতি মাসে।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পাঁচ বছর আগে শুটিং হওয়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’।

২০২১ সালেই মুক্তির অনুমতি পেয়েছিল সিনেমাটি। নানা ঘটনা কেন্দ্র করে শুটিংয়েও হয়েছিল বিতর্ক। তবে সব ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও আদর আজাদ।

আরো আছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ। সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রমিত। চারটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, রাফাত, মৌসুমী মিথিলা ও প্রমিত। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার। ছবির গল্প ও সংলাপ সুদীপ্ত সাঈদ খান।

মানিক পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি হলো ‘আনন্দ অশ্রু’। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ।


Leave a reply