Select Page

মৌমিতার বেপরোয়া প্রেমিক

মৌমিতার বেপরোয়া প্রেমিক

MOU3ইমদাদুল হক মিজান পরিচালিত নতুন চলচ্চিত্র বেপরোয়া প্রেমিক। এখানে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফমৌমিতা মৌ। এই কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। উত্তরা, পুবাইল, সোনারগাঁ এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়নের কাজ হবে।

নায়িকা মৌমিতা এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘গল্প শুনেই আমার খুব ভালো লেগেছে। আশা করি এই চরিত্রে আমি ভালো করব। গল্পে আমি গ্রামের একটি মেয়ে। আর মারুফ ভাই শহরের বেপরোয়া একটি ছেলে, অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক। একদিন সে গ্রামের বাড়িতে বেড়াতে এসে আমার সঙ্গে দেখা হয় এবং আমাদের মাঝে সম্পর্ক হয়। মারুফ ভাই আমাকে শহরে নিয়ে আসে কিন্তু আমি এখানে এসে হারিয়ে যাই। আরেকটি ছেলের সঙ্গে আমার দেখা হয়। সে আমাকে থাকার জায়গা দেয়। একসময় দেখা যায়, আমাকে সেই ছেলেটিও ভালোবাসে। অন্যদিকে মারুফ ভাই আমাকে পাগলের মতো খুঁজতে থাকে। এমন একটি গল্প নিয়ে নির্মাণ হবে ছবিটি। আমি চেষ্টা করব আমার চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তুলতে। আজ থেকে এই ছবির শুটিং শুরু হলো। সবাই দোয়া করবেন।’

ছবিতে মারুফ মৌমিতা ছাড়া আরো অভিনয় করবেন সাংকোপাঞ্জা, শিবা সানু, ডাক্তার বাবু, আফজাল শরিফ, রীনা খান, ড্যানি সিডাক ও রেহেনা জলি। এরই মধ্যে আলী আকরাম শুভ এবং রেমো বিপ্লবের কম্পোজিশন এবং সুদীপ কুমার দীপের কথায় ছবিটির চারটি গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কনকচাঁপা, বেলাল খান, পড়শী, কমল, তানজিনা রুমা ও মুন।


মন্তব্য করুন