Select Page

মৌসুমী মিলনকে নিয়ে রাত্রির যাত্রী

Habibul-Habib-Director-1

চিত্রনায়িকা মৌসুমী এবং নাট্য-চলচ্চিত্র অভিনেতা আনিসুর রহমান মিলনকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র রাত্রির যাত্রী। বিএফডিসির ভিআইপি মিলনায়তনে ২০ অক্টোবর সন্ধ্যায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

রাত্রির যাত্রী পরিচালনা করছেন ১৯৮৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’র নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব। চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু এবং এটিএম শামসুজ্জামান।

মৌসুমীর সাথে মিলন এর আগে জুটি বেঁধেছিলেন ছোটপর্দায়। মৌসুমীর গল্পে এবং ওমর সানীর পরিচালনায় লাভ বার্ড নামে এই টেলিছবিটি নির্মিত হয়েছিল।


মন্তব্য করুন