Select Page

মৌসুমী হামিদের সুদিন

মৌসুমী হামিদের সুদিন

Mousumi Hamid
মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ  ২০১৩ সালে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। এরই ধারাবাহিকতায় গত বছর বাণিজ্যিক ছবিতেও নাম লেখান। সর্বশেষ গত সপ্তাহে ফিরোজ খান প্রিন্সের ‘শোধ প্রতিশোধ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। সব মিলিয়ে এ পর্যন্ত ১০টি ছবির সঙ্গে যুক্ত হলেন তিনি।

অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে মৌসুমী রুপালি জগতে পা রাখেন। কিন্তু কিছুদিন শুটিং চলার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। এরপর মৌসুমী হামিদ প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’ ছবিতে চুক্তিবদ্ধ হন। এই ছবির কাজ অনেকটা ধীর গতিতে এগোচ্ছে। অতঃপর আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ছবিতে কাজ করেন তিনি।

এছাড়াও সাফিউদ্দীন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ও ‘বস্ন্যাকমানি’, অনন্য মামুনের ‘বস্ন্যাকমেইল’, হাসান ফুয়াদের ‘লুকোচুরি প্রেম’ এবং মাসুম পারভেজ রুবেলের ‘মিশন সিক্স’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর পাশাপাশি শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেন মৌসুমী। বর্তমানে তিনি রাজধানীর উত্তরায় ফিরোজ খান প্রিন্সের ‘শোধ প্রতিশোধ’ ছবির শুটিং করছেন। এই ছবিতে তার সহশিল্পী কাজী মারুফ।

চলচ্চিত্রের ক্যারিয়ার সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, ‘আমি চলচ্চিত্রেই স্থায়ী হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। আশা করি, এর মাধ্যমে আমি শতভাগ সফল হবো।’ তিনি আরো বলেন, ‘আরো কয়েকজন পরিচালকের সঙ্গে নতুন ছবির ব্যাপারে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে অবহিত করব।’

এদিকে, সাফিউদ্দীন সাফির ‘ ব্ল্যাক মানি’ ছবিটি আগামী ৭ আগস্ট ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি ইতোমধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে মুক্তির জন্য অনুমোদন পেয়েছে।

মৌসুমী ছাড়া ব্ল্যাক মানি ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, সাইমন, সাদেক বাচ্চু, শশী, আফজাল শরীফ, মিশা সওদাগর প্রমুখ। এই ছবিটির মাধ্যমেই মৌসুমী সর্বপ্রথম রুপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন। তাই ছবিটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। এরপর মৌসুমীর ‘ ব্লাক মানি’ ছবিটি মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এই ছবিটি গত ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

 


মন্তব্য করুন