Select Page

‘ম্যাডাম ফুলি টু’র পরিচালক বদল

‘ম্যাডাম ফুলি টু’র পরিচালক বদল

প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন ১৯৯৯ সালে নির্মাণ করেছিলেন ‘ম্যাডাম ফুলি’। এতে অভিষেক ঘটে সিমলার। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ‘মুসাফির’-খ্যাত আশিকুর রহমান নির্মাণ করবেন ‘ম্যাডাম ফুলি টু’। এখন শোনা যাচ্ছে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাশিদ পলাশ। খবর জাগো নিউজ।

রাশিদ পলাশ বলেন, ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়াল হলেও নতুন ছবির গল্প ও উপস্থাপনায় ভিন্নতা থাকবে। এখানে সিমলাকে ভিন্ন লুকে হাজির করা হবে। তার চরিত্র ও উপস্থিতি দর্শককে মুগ্ধ করে যাবে। কয়েক দিনের মধ্যেই এ ছবির অন্যান্য শিল্পীদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

তিনি আরও বলেন, ‘শহীদুল ইসলাম খোকন স্যারের ছবির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছি। মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তবে আমি আশাবাদী দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারবো।’

এর আগে জানা গিয়েছিলো সিমলারই প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন ‘কিস্তিমাত’ খ্যাত নির্মাতা আশিকুর রহমান। তবে তা পরিবর্তন করা হয়েছে। তার জায়গায় এসেছেন রাশিদ পলাশ। এ নির্মাতার প্রথম ছবি ‘নাইওর’র নায়িকাও সিমলা। ছবিটির অল্প কিছু অংশের শুটিং বাকি রয়েছে বলে জানালেন তিনি।


মন্তব্য করুন