Select Page

ম্যুভিয়ানা’র কর্মশালার তারিখ পরিবর্তন

ম্যুভিয়ানা’র কর্মশালার তারিখ পরিবর্তন

movianaবাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। বর্ধিত হয়েছে নিবন্ধনের সময়ও।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনের তারিখ বিবেচনা করে এই সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’ শুরু হবে ১৮ জানুয়ারি ২০১৪, শনিবার।

আর তাই নিবন্ধনের সময়ও বর্ধিত করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহ এবং নিবন্ধনের শেষ তারিখ ১১ জানুয়ারি।

কর্মশালায় প্রশিক্ষক থাকবেন: অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, আলোকচিত্রশিল্পী ও চিত্রগাহক আনোয়ার হোসেন, নাট্যজন লিয়াকত আলী লাকী, চিত্রগ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির, শব্দ-প্রকৌশলী রতন পাল, নাট্যকার আজাদ আবুল কালাম, নির্মাতা ইয়াসমিন কবির, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা নূরুল আলম আতিক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী রাহুল আনন্দ, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, স্থপতি রাজন দাশ, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।


মন্তব্য করুন