Select Page

যথারীতি জাতীয় চলচ্চিত্র দিবস

যথারীতি জাতীয় চলচ্চিত্র দিবস

bg-rajjak20160403110136

প্রতিবারের মতো এবারও জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র উৎসব। তবে সকাল থেকে এফডিসিতে দেখা মেলেনি জনপ্রিয় তারকাদের।

সকাল সাড়ে ১০টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলুন ও পায়রা উড়িয়ে এফডিসিতে দিনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় চলচ্চিত্র দিবসস্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য সচিব মরতুজা আহমদ, নায়করাজ রাজ্জাক, অভিনেতা হাসান ইমাম, অভিনেত্রী অঞ্জনা, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-উর-রশিদসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে চোখে পড়েনি তারকাদের। ওই সময় নায়ক রাজ্জাক বলেন, ‘কোথায় তথাকথিত সুপারস্টাররা?’ নিজের সংগ্রামী চলচ্চিত্র জীবনের উদাহরণ টেনে বলেন, ‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি।’

সকাল ১১টায় এফডিসি থেকে একটি শোভাযাত্রায় বের হয়। নানা শোভাযাত্রাটি এফডিসি থেকে বের হয় তেজগাঁও রেলগেট প্রদক্ষিণ করে আবার এফডিসিতে ফিরে আসে।জাতীয় চলচ্চিত্র দিবস শোভাযাত্রা ছিলো ঘোড়ার গাড়ি, হাতি ও নানা ধরণের যানবাহন। এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা সংগঠন অংশ নেন।

DSC_0536-copy

চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিকে সাজানো হয়েছে নতুন রূপে। এফডিসির গেট থেকে শুরু করে রাস্তা, ভবন ও শুটিং স্পটগুলোকে ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। ভেতরে রয়েছে বিভিন্ন সংগঠনের মোট ১৯টি স্টল। আয়োজনের অংশ হিসেবে থাকছে লাইভ টকশো, রেড কার্পেট সংবর্ধনা, মেলা, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ প্রদর্শনী এবং সর্বশেষ থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবেন দুই প্রজন্মের জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী ও গায়করা। এখানে নাচ-গানের মাধ্যমে স্মরণ করা হবে প্রয়াত মান্না ও দিতিকে। নৃত্যে অংশ নেবেন ওমর সানি, নিরব, ইমন, তমা মির্জা, তানহা শিরিন শিলাসহ কয়েকজন নায়ক-নায়িকা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সামিনা চৌধুরী, কিশোর দাস, বেলাল খান প্রমুখ।

সারাদিনব্যাপি এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে একুশ টেলিভিশন।

শুধু এফডিসিই নয়, এ আয়োজন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল ৫টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে রয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নায়করাজ রাজ্জাক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।

সূত্র : বাংলানিউজ২৪.কম. ঢালিউড২৪

 


মন্তব্য করুন