Select Page

যা কখনো ভাবেননি, নতুন সিনেমা ছাড়াই হচ্ছে ঈদ

যা কখনো ভাবেননি, নতুন সিনেমা ছাড়াই হচ্ছে ঈদ

সম্ভবত এমন ঈদ ঢালিউডে আর আসেনি। ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা চারটি ছবির কোনোটিই মুক্তি পাচ্ছে না।

মিশন এক্সট্রিম প্রথম পর্ব (আরিফিন শুভ, ঐশী, তাসকিন), শান (সিয়াম আহমেদ, পূজা, তাসকিন) ও মন দেব মন নেব (মাহিয়া মাহি, শিবলী) মুক্তি এক প্রকার নিশ্চিতই ছিল। সঙ্গে যোগ হয়েছিল ‘বিদ্রোহী’ (শাকিব খান, বুবলি)। কিন্তু করোনাভাইরাস-আতঙ্ক উৎসবের আমেজে পানি ঢেলে দিল।

আসলে নতুন সিনেমা মুক্তি তো দূরের কথা—হলও খুলবে কি না, তারও নিশ্চয়তা নেই। আর হল খুললেও দর্শক যাবেন কি-না, এ নিয়ে সন্দেহ রয়েছে।

গত ১৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এদিকে সাধারণ ছুটিও বাড়িয়ে করা হয়েছে ১৬ মে পর্যন্ত। ঈদ আসতেও আর খুব বেশি দিন নেই। এই অবস্থায় ঈদে ছবি মুক্তি দিতে নারাজ প্রযোজকেরা। এই নিয়ে একাধিক প্রযোজকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো

‘শান’-এর প্রযোজক আজাদ খান বলেন, ‘এই অবস্থায় ঈদে শান মুক্তি দিচ্ছি না। পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণও নেই। ঈদের আগে পরিস্থিতি ভালো হলেও খুব তাড়াতাড়ি যে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরবেন, মনে হয় না। সেখানে সিনেমা দেখা পরের কথা।’

‘মিশন এক্সট্রিম’ ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘ছবি মুক্তি দেওয়ার অনুকূল পরিস্থিতি নেই। ঈদের আর তেমন সময়ও নেই। পরিস্থিতি তাড়াতাড়ি ভালো হলেও দুয়েক মাস প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার মনমানসিকতা থাকবে না মানুষের।’

‘মন দেব মন নেব’ ছবির প্রযোজক ও পরিচালক রবিন খান বলেন, ‘যে শ্রেণির মানুষ বেশি বাংলা সিনেমা দেখেন, তাঁরাও এত তাড়াতাড়ি এই ধকল কাটিয়ে উঠতে পারবেন না। আর্থিক সমস্যায় থাকবেন। মোট কথা মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে।’

ঈদের জন্য তৈরি করা এই সব ছবির প্রতিটির বাজেট আড়াই থেকে তিন কোটি টাকা। ঈদ উৎসবে মুক্তি দেওয়ার চিন্তা বাদ দেওয়ায় লোকসানের আশঙ্কা করছেন প্রযোজকেরা।


মন্তব্য করুন