Select Page

যুক্তরাষ্ট্রের ৫৯ প্রেক্ষাগৃহে ‘শান’

যুক্তরাষ্ট্রের ৫৯ প্রেক্ষাগৃহে ‘শান’

শুক্রবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব থিয়েটারে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

ফিলম্যান এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম।

‘শান’-এর জন্য নির্ধারিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন এএমসির ১০টি, দ্বিতীয় বৃহত্তম সিনেমা চেইন রিগাল/সিনেওয়ার্ল্ডের ২০টি, তৃতীয় বৃহত্তম সিনেমা চেইন সিনেমার্কের ২৪টি, আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন হারকিন্সের ৪টি এবং শোকেসের ১টিসহ মোট ৫৯টি থিয়েটারে।

পরিবেশক সজীব বলেন, ‘পৃথিবীর সেরা সিনেমা চেইনগুলোতে যুক্ত হলো বাংলাদেশের সিনেমার নাম। গ্রীষ্মের এই সময়ে যখন হলিউড-বলিউডসহ বড় বড় সব ইন্ডাস্ট্রির সিনেমা মুক্তির জন্য লাইন লেগে আছে, তখন বাংলাদেশের একটি সিনেমার জন্য ৫৯টি থিয়েটার ম্যানেজ করা যায়, তখন আনন্দ হয়।’

গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সর্বাধিক আলোচিত ও প্রশংসিত ছবি ‘শান’।

‘শান’ ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকস পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।


Leave a reply