Select Page

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে অচেনা হৃদয়!

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে অচেনা হৃদয়!

Ochena hridoy new bangla film with prosun azadইমন, প্রসূন আজাদ অভিনীত অচেনা হৃদয় ছবিটি মুক্তি পায় গত ২২ মে। ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। বর্তমানে এ ছবিটি যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে।

আগামী ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে অচেনা হৃদয়। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্য ছবিটি প্রদর্শীত হবে বলে জানা গিয়েছে। চলচ্চিত্রের প্রয়োজনে এর ইংরেজি সাব-টাইটেল করা হয়েছে যাতে ভিন্ন ভাষাভাষী দর্শকরাও ছবিটি উপভোগ করতে পারে।

এস.আই খান পরিচালিত অচেনা হৃদয় ছবিতে প্রসূন-ইমন ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ। প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।


মন্তব্য করুন