Select Page

যুক্তরাষ্ট্রে শাকিব-মিশার নতুন ছবি

যুক্তরাষ্ট্রে শাকিব-মিশার নতুন ছবি

নায়ক-ভিলেন জুটি হিসেবে শতাধিক সিনেমায় একসঙ্গে কাজ কেরছন শাকিব খান মিশা সওদাগর। দুজনের ক্যারিয়ার গ্রাফ অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। একবার তো মিশা বলেছিলেন, তারা দুজন থাকলে একটা সিনেমায় আর কিছু লাগে না।

এবার যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় নাম লেখালেন মিশা সওদাগর। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিনেমা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। খুব শিগগিরই জানাবেন।

ফেসবুকে শাকিবের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শুটিংয়ের জন্য এক হয়েছেন তারা।

শাকিব খান আমেরিকায় ‘রাজকুমার’ নামে নতুন সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। পরিচালনা করছেন হিমেল আশরাফ। এ সিনেমার সঙ্গে মিশার সম্পর্ক আছে কিনা স্পষ্ট নয়।

মিশা অনেকদিন ধরে আমেরিকায় থিতু হওয়ার জন্য আসা-যাওয়ার মধ্যে আছেন। তার পরিবারও সেখানে থাকে। শাকিব খানও একই চেষ্টা অংশ হিসেবে ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন।


Leave a reply