Select Page

যৌথ প্রযোজনার নতুন কমিটিতে থাকছেন যারা

যৌথ প্রযোজনার নতুন কমিটিতে থাকছেন যারা

যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ স্থগিত করে কিছুদিন আগে আদেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি করে নীতিমালা করা হবে। সেই কমিটি চূড়ান্ত হয়েছে রোববার। খবর জাগো নিউজ।

যৌথ প্রযোজনার নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশিদ।

সদস্য হিসেবে আছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ, চলচ্চিত্রব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান।

এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্ম সচিব মো. ইউসুফ আলী মোল্লা।

একটি সূত্র জানায়, এখনও এই কমিটি চূড়ান্ত করেনি মন্ত্রণালয়। শিগগিরই অফিশিয়ালি যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কমিটির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আর এই কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ না করা পর্যন্ত যৌথ প্রযোজনায় নতুন ছবি নির্মাণ বন্ধ থাকছে।

এর আেগ চলচ্চিত্র পরিবারের নেতারা ৯ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন। সেখানে জানানো হয়, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত।


মন্তব্য করুন