Select Page

যে কারণে ‌‘অঙ্গার’ দেখবে দর্শক

যে কারণে ‌‘অঙ্গার’ দেখবে দর্শক

1

ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ মুক্তি পাচ্ছে শুক্রবার। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ভবিষ্যদ্বাণী করেছে ১০ বছরের ব্যবসার রেকর্ড ভাঙতে সিনেমাটি। এ ভবিষ্যদ্বাণীর নগদ ফল দেখা যাবে কয়েকদিনের মধ্যে।

তবে এটা বলা যায় গত ১০ বছরে চোখ কপালে তোলার মতো টাকা কামাতে পারেনি কোনো সিনেমা।

ভবিষ্যদ্বাণী বাদ দিলে কিছু কারণে দর্শক দেখবেন ‘অঙ্গার’। সে কথাগুলো মুখে মুখে রটে যেতেও পারে! কী কী—

কাহিনী। ‘অঙ্গার’র গতিশীল কাহিনীতে একটা ন্যাচারাল টোন পাবেন দর্শক। কাহিনীর আবহে আছে বড় ক্যানভাস। প্রেম, বিরহ, নিষ্ঠুরটায় প্রকাশের ধরনও তেমন। ইতোমধ্যে চাউর হয়ে গেছে কানাড়া সিনেমা ‘অপায়া’র রিমেক ‘অঙ্গার’। ওই সিনেমার ডার্ক টোন ধরা গেলে দর্শক সহজে উপভোগ করবেন।

জাজ মাল্টিমিডিয়া। সিনেমার জন্য এ প্রতিষ্ঠানটি বড় ফ্যাক্টর। তারা নতুন সিনেমা নিয়ে নানান হাইপ তৈরি করে। পরপর একই ধরনের সিনেমা উপহার দেয় না জাজ। এটা প্লাস পয়েন্ট।

জলি। অবশ্যই জলি। তার অভিষেকের সাক্ষি হতে চাইবেন অনেক দর্শক। সিনেমাটির ট্রেলারে দর্শক তাকে পছন্দ করেছে। গানেও ভালভাবে পেয়েছে তাকে। আর নতুন নায়িকার জড়তাকেও দর্শক সহজভাবে নেয়।

ওম। নিজের দেশের চেয়ে ওম সম্ভবত বাংলাদেশে বেশি হিট। ওমের ক্যাজুয়াল ভাব দর্শকরা পছন্দ করে। অভিনয়ও ন্যাচারাল। ট্রেলার ও গানে দুর্দান্তভাবে তাকে পাওয়া গেছে। সিনেমায়ও পাওয়া যাবে।

h1jAwBR

গান, লোকেশন ও দৃশ্যায়ন। এ সবগুলোতে আছে বৈচিত্র্য। এ ছাড়া কলকাতা-ঢাকার নামজাদা কয়েকজন অভিনেতাকেও পাওয়া যাবে। ফলে দর্শক পছন্দ করবেন।

কী পছন্দ করবেন না? এমনিতে যৌথ প্রযোজনা বিরোধিতা একটি পক্ষ তৈরি হয়েছে। সংখ্যায় কম হলেও তাদের গুরুত্ব কম নয়। এ ছাড়া রিমেক সিনেমার ভবিষ্যত কতটা আশাপ্রদ— তা অনিশ্চিত!

 


মন্তব্য করুন