Select Page

যে গান অনন্য মামুনের হৃদয়ে (ভিডিও)

যে গান অনন্য মামুনের হৃদয়ে (ভিডিও)

ostitito

অনন্য মামুন ফেসবুকে লিখছেন, ‘আমার সিনেমা কিন্তু তারপরও গানটা আমার হৃদয়ে লিখে ফেলেছি….।’ মুক্তি প্রতিক্ষীত ‘অস্তিত্ব’ সিনেমার গান নিয়ে এমনটা বললেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাতে প্রকাশ হয় গান, ‘তোর নামে লিখেছি হৃদয়’। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় নিজের সুরে গানটি গেয়েছেন একই অঞ্চলের আকাশ।

গানটিতে পারফর্ম করেছেন আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা। এর আগে একই সিনেমার রোমান্টিক ট্র্যাক ‘আয়না বলনা’তে এ দুই তারকাকে বেশ গ্ল্যামারসভাবে উপস্থাপন করেন অনন্য। নতুনটিতেও তাই। ইনডোরের ছোট সেটে গানটির চিত্রায়ন হয়েছে। কিন্তু চিত্রায়নের গুণ ও শুভ-তিশার রসায়ন তা ভুলিয়ে দেয়।

মজার বিষয় হলো, এ গানের শিরোনামেই নির্মিত হবে অনন্য পরের সিনেমা ‌‘তোর নামে লিখেছি হৃদয়’।

‘অস্তিত্ব’ মুক্তি পাবে ৬ মে। আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, জোভান, সুজাতা আজিম।


মন্তব্য করুন