Select Page

যে চার সিনেমা নিয়ে ইমপ্রেসের প্রত্যাশা

যে চার সিনেমা নিয়ে ইমপ্রেসের প্রত্যাশা


# নতুন বছরে চার সিনেমা নিয়ে আশাবাদি ইমপ্রেস টেলিফিল্ম
# এর মধ্যে উৎসববান্ধব ও যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে
# অভিনয় করেছেন জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশার মতো তারকা

প্রতি বছর অনেকগুলো সিনেমা মুক্তি দেয় ইমপ্রেস টেলিফিল্ম। অবশ্য তার খুব কমই সিনেমা হল পর্যন্ত পৌঁছে। নামমাত্র মুক্তি আর টিভি প্রিমিয়ারই সম্বল। এর ফাঁক গলে মাঝে মাঝে দু-একটা সিনেমা বড় পরিসরে আসে।

চলতি বছরে বড় পর্দায় সাড়া ফেলতে পারে এমন চারটি সিনেমার তালিকা দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম সংশ্লিষ্ট চ্যানেল আই অনলাইন। ছবিগুলো হলো ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা, বিউটি সার্কাস ও হলুদ বনি। সিনেমাগুলোর বিন্যাসও ভিন্নতর। এর মধ্যে তিনটি ছবি স্থান পেয়েছে বিএমডিবি নির্বাচিত ‌’২০১৯ সালের বিশ সিনেমায়’

আলোচিত ছবি ‘অজ্ঞাতনামা’র পর ফের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের উপর নির্মিত এই ছবিটিকে বলা হচ্ছে, ২০১৯ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। মুক্তি পাবে ৮ ফেব্রুয়ারি।

বলা হচ্ছে, বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ১১ নির্মাতার এই ছবি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে। ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছরের যেকোনো সময় ছবিটি বড় পর্দায় মুক্তি দেয়া হবে।

যে ১১জন ‘ইতি, তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন তারা হলেন: গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

জয়া আহসানের পরবর্তী ছবির নাম ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে পরিচালনা করেছেন মাহমুদ দিদার। আর নায়ক ‘রংলাল’ চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ। চাঁপাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সাটুরিয়া থানার প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে হয়েছে ছবির শুটিং। মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরের যেকোনো সময় ছবিটি বড় পর্দায় আসতে পারে বলে ইমপ্রেস টেলিফিল্ম

২০১৭ সালে ছবিটির শুটিং শুরু হয় ‌‘হলুদ বনি’র। ২০১৮ সালে বড় পর্দায় মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত পোস্ট প্রোডাকশনের জন্য ছবিটি মুক্তি পেতে সময় নেয়। তবে চলতি বছরে বড় পর্দায় মুক্তির কথা মোটামুটি পাকাপোক্ত বলে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজক ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টপ্যাধ্যায়, পাওলি দাম ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা।


মন্তব্য করুন